আগামীকাল সাধারণ ছুটি, যা যা খোলা থাকছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও, তার মৃত্যুতে তিনদিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
বিজ্ঞাপন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর ফলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করে।
বিজ্ঞাপন
ছুটিতে বন্ধ থাকবে:
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
ছুটির আওতার বাইরে থাকবে:
বিজ্ঞাপন
ক) জরুরি পরিষেবা: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।
খ) হাসপাতাল ও জরুরি সেবা এবং সংশ্লিষ্ট কর্মীরা।
গ) চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা।
বিজ্ঞাপন
ঘ) অন্যান্য জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস।
এছাড়া, ব্যাংকিং কার্যক্রম চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আদালতের কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।








