হাদি হত্যার বিচার এ সরকারের মেয়াদেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তের কাজ অগ্রগতির পথে রয়েছে। শিগগিরই চার্জশীট দেওয়া হবে এবং এ ঘটনায় গ্রেফতারকৃত ১১ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে। তিনি আশ্বাস দেন, বর্তমান সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ হবে।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। যারা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে চায় বা ভোটে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর ঘটনা প্রতিরোধে কার্যক্রম চলছে। ইতোমধ্যে ‘ডেভিল হান্ট-২’ অভিযানের মাধ্যমে ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রাজনৈতিক দলগুলোকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ফ্যাশিস্ট বা সহিংস এজেন্টরা কোনো দলের ভেতরে ঢুকে নাশকতার চেষ্টা করতে পারে, তাই সকল রাজনৈতিক দলকে নিরাপত্তা ও সতর্কতার বিষয়ে সচেতন থাকতে হবে।
উপদেষ্টা আশ্বাস দেন, দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।








