বৈধ বা অবৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধেই আপিলের সুযোগ রয়েছে

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হোক বা বাতিল হোক, যে কোনো বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল আবেদন দাখিলের বুথ পরিদর্শনের সময় কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব আখতার আহমেদ বলেন, দ্বৈত নাগরিকত্ব, হলফনামায় মিথ্যা তথ্য, তথ্য গোপন রাখা কিংবা হলফনামা জমা দিতে বাধা পাওয়ার মতো সব ধরনের অভিযোগই আপিল প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। বাছাইয়ে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে যে সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে চান, তারা নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
এরই অংশ হিসেবে, আগামী নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। এটি চলবে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল প্রক্রিয়া সহজ করার জন্য অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত যে কেউ এই বুথে গিয়ে আপিল দাখিল করতে পারবেন।
বিজ্ঞাপন
ইসি সচিব আরও বলেন, আমরা আপিল আবেদন গ্রহণ করব, পরে সমস্ত বিষয় পরীক্ষা করে যথাযথ সিদ্ধান্ত জানানো হবে। এটি নির্বাচনী স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।
বিশ্লেষকরা মনে করছেন, মনোনয়নপত্রের বৈধতা ও আপিল প্রক্রিয়ার প্রতি এমন স্পষ্ট নির্দেশনা প্রার্থীদের মধ্যে আস্থা সৃষ্টিতে সাহায্য করবে এবং নির্বাচনের সময় সুষ্ঠু কার্যক্রমের নিশ্চয়তা দেবে।








