গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে নতুন হটলাইন চালু

গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অভিযোগ গ্রহণের জন্য নতুন হটলাইন চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
হটলাইনের মাধ্যমে এখন থেকে কেউ ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে কল করে বা notify@ncsa.gov.bd ইমেইলে তাদের অভিযোগ জমা দিতে পারবেন। এই উদ্যোগের উদ্দেশ্য হলো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা।
আজ সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে হটলাইন নম্বর চালুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
পোস্টে আরও জানানো হয়েছে, হটলাইনের মাধ্যমে প্রাপ্ত অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্লেষকরা মনে করছেন, গুজব ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সামাজিক স্থিতিশীলতা ও সাধারণ মানুষের তথ্যাভ্যাসে নেতিবাচক প্রভাব পড়তে পারে। হটলাইন কার্যক্রমে এই সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞাপন









