Logo

আমরা কাউকে ‘না’ ভোট দিতে নিষেধ করছি না: উপদেষ্টা রিজওয়ানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৬:৪৫
আমরা কাউকে ‘না’ ভোট দিতে নিষেধ করছি না: উপদেষ্টা রিজওয়ানা
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কার্যক্রম ‘ভোটের রিকশা’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, মানুষ ব্যক্তিগতভাবে যে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতে পারেন এবং জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেটি সম্পূর্ণ ভোটারের নিজস্ব সিদ্ধান্ত। তবে গণভোটের ক্ষেত্রে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিহার করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এলাকার উন্নয়ন ও দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। দীর্ঘ আলোচনার মাধ্যমে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে এই সনদ চূড়ান্ত করা হয়। ক্ষমতার ভারসাম্য ও কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করতে ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্নে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

উপদেষ্টা বলেন, সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারে—এটি গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, আমরা কাউকে ‘না’ ভোট দিতে নিষেধ করছি না। ভিন্নমত প্রকাশের স্বাধীনতাই গণতন্ত্রের সৌন্দর্য।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও কর্তৃত্ববাদী শাসনের অবসান চাইলে সংস্কারের পক্ষে অবস্থান নিতে হবে। সুন্দর ভবিষ্যৎ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি জানান, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ভোটের রিকশা’ কর্মসূচির মাধ্যমে দেশের ৬৪ জেলা ও ৪ হাজার ৫০০ ইউনিয়নে প্রচারণা চালানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আট বিভাগের জন্য আটটি রিকশার যাত্রা শুরু করেন। এসব রিকশা গণভোট ও জাতীয় নির্বাচনের আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে মাঠপর্যায়ে কাজ করবে।

বিজ্ঞাপন

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD