‘হামলাকারীরা যত প্রভাবশালীই হোক, বিচারের মুখোমুখি করা হবে’

চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের ওপর সংঘটিত হামলায় জড়িত ব্যক্তিরা যতই ক্ষমতাধর বা প্রভাবশালী হোক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা দেখানো হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, হামলার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের পরিচয় বা শক্তিমত্তা বিবেচনায় না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বশক্তি প্রয়োগ করে সবাইকে বিচারের আওতায় আনবে।
বিজ্ঞাপন
এই ঘটনার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা বাহিনীর কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিকেলে আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে র্যাব-৭ এর একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র্যাবের চার সদস্য ও একজন তথ্যদাতাকে আটক করে মারধর করে। পরে খবর পেয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন। আহতদের হাসপাতালে নেওয়া হলে র্যাব-৭ এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ব্রিফিংয়ে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে এবং অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মহল বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করে শফিকুল আলম বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে—এর একদিন আগে বা পরেও নয়।








