Logo

নিকারের সভায় নতুন ৩ থানাসহ যেসব প্রস্তাব অনুমোদন দিলো সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৬:৫৩
নিকারের সভায় নতুন ৩ থানাসহ যেসব প্রস্তাব অনুমোদন দিলো সরকার
ছবি: সংগৃহীত

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন তিনটি থানা স্থাপনসহ প্রশাসনিক কাঠামো সংস্কারের নানা গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাঁর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাসহ সরকারের ছয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং ১৪ জন সচিব ও সিনিয়র সচিব সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন পায়। এর মধ্যে সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকারিতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো— ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’। এ বিষয়ে এরই মধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

স্বাস্থ্য খাতের প্রশাসনিক কাঠামো সহজ করতে ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে নতুনভাবে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

পরিবেশগত গুরুত্ব, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক দিক বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে তিনটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো— গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলায় মাতারবাড়ী থানা। পাশাপাশি নরসিংদী জেলায় বিদ্যমান রায়পুরা থানা বিভক্ত করে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও সভায় অনুমোদন দেওয়া হয়।

সরকারি সূত্র জানিয়েছে, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও জনবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD