৮ ইউএনওর বদলি আদেশ বাতিল করল জনপ্রশাসন মন্ত্রণালয়

দেশের আটটি উপজেলার নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলি করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পূর্বে জারি করা বদলি সংক্রান্ত আদেশ বাতিল করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নতুন একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনের মাধ্যমে আটজন ইউএনওকে বদলি করা হয়েছিল, তা এখন থেকে কার্যকর থাকবে না। ফলে ওই কর্মকর্তাদের বদলি সংক্রান্ত নির্দেশনা সম্পূর্ণভাবে বাতিল করা হলো।
এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের সম্মতির ভিত্তিতে এই আট ইউএনওকে এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলি করার আদেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বিভিন্ন জেলায় দায়িত্ব পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
বদলির আদেশ অনুযায়ী বরগুনার পাথরঘাটা উপজেলার ইউএনও ইসরাত জাহানকে ভোলার চরফ্যাশনে, চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দায়, পিরোজপুরের ভান্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনটে এবং হবিগঞ্জের বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দে-কে চুয়াডাঙ্গার জীবননগরে পদায়ন করা হয়েছিল।
এ ছাড়া বগুড়ার ধুনট উপজেলার ইউএনও প্রীতিলতা বর্মনকে হবিগঞ্জের বাহুবলে, ফরিদপুরের নগরকান্দার ইউএনও মেহরাজ শারবীনকে নেত্রকোণার কলমাকান্দায়, কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়ায় এবং ভোলার চরফ্যাশনের ইউএনও মো. লোকমান হোসেনকে বরগুনার পাথরঘাটায় বদলি করার নির্দেশ ছিল।
বিজ্ঞাপন
বদলিকৃত কর্মকর্তাদের ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন—এমন নির্দেশনাও ছিল আদেশে। তবে সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ওই সব নির্দেশনাসহ পুরো বদলি আদেশই বাতিল করা হয়েছে।








