নির্বাচনে ২৯৮ আসনে লড়ছেন ১ হাজার ৯৮১ প্রার্থী, এগিয়ে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৬৩টি রাজনৈতিক দলের মধ্যে এবার ৫৪টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।
বিজ্ঞাপন
প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে দেশের ২৯৮টি আসনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির প্রকাশিত তালিকা থেকে জানা যায়, এসব প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৩২ জন রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়ছেন। বাকি ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন। তবে পাবনা–১ ও পাবনা–২ আসনের প্রার্থীদের তথ্য আগামী ২৭ জানুয়ারির পর এই তালিকায় যুক্ত হবে।
বিজ্ঞাপন
দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির ধানের শীষ প্রতীক নিয়ে মোট ২৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাদের প্রার্থী সংখ্যা ২৫৩ জন।
সংখ্যার দিক থেকে স্বতন্ত্র প্রার্থীরা তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছেন। এরপর জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ২২৪ জন প্রার্থী ভোটে লড়ছেন। জাতীয় পার্টির প্রার্থী সংখ্যা ১৯২ জন। এ ছাড়া গণঅধিকার পরিষদের ৯০ জন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের প্রকাশিত এই তালিকার মাধ্যমে এবারের সংসদ নির্বাচনে দল ও প্রার্থীভিত্তিক প্রতিযোগিতার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে।
দলীয় প্রার্থীর তালিকা দেখুন এখানে ক্লিক করুন।








