নরসিংদী জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৫


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩


নরসিংদী জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ চারজন ও ১৫০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  


রবিবার (৬ আগস্ট)  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং মাধবদী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করা করে। 


জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭সাড়ে টার দিকে মাধবদী থানা পুলিশের একটি দল মাধবদী পৌরসভার মনোহরপুরের একটি বাড়ি থেকে ১৫০ বোতল ফেনসিডিল সহ সাদ্দাম হোসেন লাদেন(২৪) নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতির বাড়ি মাধবদী থানার মনোহরপুর। একই দিন রাত ১১টার ১৫মিনিটে নরসিংদী মডেল থানাধীন ভেলানগরে মাইক্রো বাসস্ট্যান্ড থেকে চারজনকে ১০ কেজি গাঁজাসহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে। 


গ্রেফতারকৃতরা হলো-  রংপুর জেলার গংগাচড়া থানার সেকেন্দার আলীর ছেলে মো. হাসানুর রহমান (৩০), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সন্তোষপুর গ্রামের অমৃত একরাম উদ্দিনের মেয়ে পারভিন(৩৫), একই গ্রামের মৃত ইউনুসের মেয়ে  সাজেদা(৩৮)। 


গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে মাদক মামলার রেকর্ড রয়েছে। পৃথক দুটি অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় এবং নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করা হয়েছে।


এবিষয়ে নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম  বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। মাদক নির্মুলে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি  সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে।


জেবি/এসবি