বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ঢাকা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

রবিবার (১৭ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আনিসুর রহমান
বিজ্ঞাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
রবিবার (১৭ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এরপর জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক বলেন, “আজকের দিনটি গুরুত্বপূর্ণ, আমাদের দেশকে আধুনিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুধাবন করতে হবে, শিশুদের দেশকে ভালোবেসে বঙ্গবন্ধুর নির্লোভ চেতনাকে ধারণ করতে হবে।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের বিভিন্ন অফিস প্রধান, জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও শিশু- কিশোররা উপস্থিত ছিলেন।
জেবি/এসবি