ছামান আলী সভাপতি, সুলতান সাধারণ সম্পাদক ও মাসুদ সাংগঠনিক
সরিষাবাড়ীতে অটো বাইকের কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৭ পিএম, ২০শে মার্চ ২০২৪

বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সরিষাবাড়ী উপজেলায় ১৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ছামান আলী সভাপতি, সুলতান মাহমুদ মাহমুদ সাধারণ সম্পাদক ও মাসুদুর রহমান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
মঙ্গলবার (১৯মার্চ) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর অটো বাইকের কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইনসুর আলীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান।
আরও পড়ুন: সরিষাবাড়ীতে আ.লীগের মোটর সাইকেল শো ডাউন
এ ছাড়াও সহসভাপতি রোকন তরফদার, মো. আব্দুল আলিম, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, মো. রফিকুল ইসলাম রোকন, সহ সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান সবুজ, অর্থ বিষয়ক মো. হোসেন আলী, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মনজু সরকার, ত্রাণ ও পুর্ণবাসন সম্পাদক জহুরুল ইসলাম, কার্যকরী সদস্য মো. আব্দুল করিম।
আরও পড়ুন: ক শ্রেনীর পৌরসভা হওয়ায় সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা
উল্লেখ্য যে, গত ১২ মার্চ সরিষাবাড়ী উপজেলা অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির কার্যক্রম বিলুপ্তি ঘোষনা করে সাবেক কমিটির সভাপতি সাখাওয়াতুল আলম মুকুল ও সাধারণ সম্পাদক রিপন মিয়াকে চিঠি ইস্যু করেছে কেন্দ্রীয় কমিটি।
জেবি/এবি