মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪০ এএম, ২৩শে এপ্রিল ২০২৪


মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। 


মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে  নৌবাহিনীর কুচকাওয়াজের অংশ নিতে সামরিক মহড়া চলাকালীন সময়ে মধ্য আকাশে হেলিকপ্টার দুইটির সংঘর্ষ হয়।


এদিন বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, র‌য়্যাল মালয়েশিয়ান নেভির ৯০তম বর্ষপূর্তি আগামী মে মাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হেলিকপ্টার দুটি একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।


আরও পড়ুন: বুশরা বিবিকে বিষ প্রয়োগ, মেডিকেল পরিক্ষায় যা মিলল


ধারণা করা হচ্ছে, নিচে পড়ার আগে একটি হেলিকপ্টারের রটার ক্লিপে আঘাত হেনেছিল অন্য হেলিকপ্টারটি। এরপর দুইটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিচে পড়ে।


একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় রানিং ট্র্যাকে।  অপরটি একটি সুইমিং পুলের কাছে বিধ্বস্ত হয়।


আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান


বিবৃতিতে আরও জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেরেক প্রদেশের লুমুত শহরে এ ঘটনা ঘটে। ওই শহরে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।


হেলিকপ্টারে থাকা ১০ জন ক্রূর সবাই মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।


জেবি/এসবি