নব গঠিত ঈদগাঁও উপজেলার প্রথম চেয়ারম্যান আবু তালেব


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ২১শে মে ২০২৪


নব গঠিত ঈদগাঁও উপজেলার প্রথম চেয়ারম্যান আবু তালেব
ছবি: প্রতিনিধি

কক্সবাজার জেলার নবম উপজেলা ঈদগাঁও। কক্সবাজার সদর উপজেলাকে বিভক্ত করে ২০২১ সালের ২৬ জুলাই ঈদগাঁওকে পৃথক উপজেলায় রূপান্তরিত করা হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের ৩ টি উপজেলার নির্বাচন। এর মধ্যে ঈদগাঁও উপজেলাও ভোট গ্রহণ হয়েছে ইভিএম পদ্ধতিতে। ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব।


তিনি টেলিফোন প্রতিক নিয়ে পেয়েছেন ১৬৯৫৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি সামসুল আলম মোটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১২৯০৭ ভোট।


আরও পড়ুন: ঈদগাঁও উপজেলায় নির্বাচনী সহিংসতায় ছুরিকাঘাতে যুবক নিহত


এ নির্বাচনে ভোট গ্রহণ শেষে ছুরিকাঘাতে টেলিফোন প্রতিকের সমর্থক সফুর আলম নিহত হয়েছেন।


ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে ৩৬ টি ভোট কেন্দ্রে মোট ৮৮ হাজার ৭৬০ জন ভোটার রয়েছে। রাত ৮ টার পরপরই বেসরকারি ফলাফল ঘোষণার সত্যতা স্বীকার করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভাশিষ চাকমা।


এমএল/