ফাইনালে হেরে অঝোরে কাঁদলেন রোনালদো


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১লা জুন ২০২৪


ফাইনালে হেরে অঝোরে কাঁদলেন রোনালদো
ছবি: সংগৃহীত

সৌদি আরবে প্রায় দেড় মৌসুম কাটিয়ে ফেলেছেন জনপ্রিয় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এই সময়ের মধ্যে নিজের দখলে বেশ কিছু অর্জন নেতে পারলেও দলকে গেল দেড় বছরে কিছুই দিতে পারেননি পর্তুগালের এই তারকা ফুটবলার।


সৌদি প্রো লিগের শিরোপা আগেই জিতে নিয়েছে আল হিলাল। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রোনালদোর দল আল নাসর লিগ শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। অর্থাৎ আল হিলালের সঙ্গে লিগে পেরে উঠতে পারেনি আল নাসর।


আরও পড়ুন: চমক রেখে কোপার শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার


সৌদি প্রো লিগের পর এবার কিংস কাপের শিরোপাও ঘরে তুললো আল হিলাল। শুক্রবার (৩১ জুন) ফাইনালে আল নাস্‌রকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে আল হিলাল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে রোনালদো গোল করেন ঠিকই। তবে আল নাস্‌রের শেষ দুটি শট ঠেকিয়ে আল হিলালের নায়ক গোলকিপার ইয়াসিন বোনো।


আরও পড়ুন: ছিটকে গেলেন এডারসন, ব্রাজিলের কোপা স্কোয়াডে চার নতুন মুখ


ম্যাচ হেরে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে মাঠের মধ্যে চিৎ হয়ে শুয়ে অঝোরে কাঁদতে শুরু করেন রোনালদো। দলের অন্যান্য খেলোয়াড় ও টিম স্টাফরা সান্ত্বনা জানালেও রোনালদোর কান্না যেন থামছেই না। শেষমেশ সতীর্থরা তার গলায় রানার্সআপ মেডেল পরিয়ে একটি বেঞ্চে বসিয়ে দেন।


পরে বেঞ্চে বসেও অঝোরে কেঁদেছেন রোনালদো। সোশ্যাল মিডিয়ায় তার আবেগী কান্নার ভিডিও ছড়িয়ে পড়ে। ৩৯ বছর বয়সেও ফুটবল নিয়ে এতটা আবেগ থাকতে পারে, তা যেন অবাক করেছে ফুটবলভক্তদের।


জেবি/আজুবা