বাংলাদেশ-ভারত ম্যাচে অ্যাম্পায়ার হিসেবে যারা থাকছেন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪


বাংলাদেশ-ভারত ম্যাচে অ্যাম্পায়ার হিসেবে যারা থাকছেন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সুপার এইট শুরু করেছে বাংলাদেশ। তাই আসরে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয়টা অতিগুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে হারলে কাগজে-কলমে সেমি ফাইনালের দৌড়ে থাকলেও কার্যত এখানেই থামতে হবে শান্ত-সাকিবদের।


শনিবার (২২ জুন) অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।


আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাংলাদেশ-ভারত ম্যাচে যত বিতর্ক


গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আলোচনায় আম্পায়ার নিয়ে কারা থাকছেন। এর বড় কারণ হতে পারে ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ায়। দেখা গেছে গত কয়েকটি আন্তজার্তিক বাংলাদেশ-ভারত ম্যাচের আম্পায়ারিং নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে।


আজ সুপার এইটের এই ম্যাচে দুই ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক ও ইংল্যান্ডের মাইকেল গগ। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের ল্যাংটন রোসের। রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ক্যাটেলবুর্গ। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে।


আরও পড়ুন: বৃষ্টিতে বাংলাদেশ-ভারত ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে, যা রয়েছে নিয়মে


ভারতের বিপক্ষে সম্ভাব্য একাদশ -


সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।


জেবি/আজুবা