সৌদিতে নতুন ৭ তেল-গ্যাসের খনি আবিষ্কার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৪


সৌদিতে নতুন ৭ তেল-গ্যাসের খনি আবিষ্কার
ছবি: সংগৃহীত

সৌদিতে তেল ও গ্যাসের ৭টি নতুন খনির সন্ধান করা হয়েছে। 


সোমবার (৩ জুলাই) দেশটির  প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এ খবর জানান। 


সৌদি জ্বালানিমন্ত্রী বলেন, “রাষ্ট্রীয় তেল গ্রুপ সৌদি আরামকো দুটি অপ্রচলিত তেলক্ষেত্র, হালকা আরবীয় তেলের একটি জলাধার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি প্রাকৃতিক গ্যাস জলাধার আবিষ্কার করেছে।”


আরও পড়ুন: ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানে পদদলিত হয়ে প্রাণ হারালেন ১২১ জন


এর মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশে ২টি অপ্রচলিত তেলক্ষেত্র এবং একটি ভান্ডার খুঁজে পাওয়া গেছে বলে জানান তিনি। এছাড়া এম্পটি কোয়র্টারে ২টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং ২টি ভান্ডার পাওয়া গেছে বলে জানান সৌদি জ্বালানিমন্ত্রী।


আরও পড়ুন: কুয়েতে বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসী গ্রেফতার


বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রফতানিকারক দেশ সৌদি আরব। দেশটি পেট্রোলিয়াম রফরতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক-এর অন্যতম সদস্য।


এর আগে গেল বছরের ডিসেম্বরে দেশটি মক্কা অঞ্চলে সোনার খনি আবিষ্কারের ঘোষণা দেয়। তারও আগে গত ২০২২ সালে মদিনা শহরে সোনা এবং তামার খনি আবিষ্কার করেছে সৌদি।


সূত্র: আরব নিউজ 


জেবি/এসবি