Logo

ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
৫ এপ্রিল, ২০২৫, ০৩:৪৪
59Shares
ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি
ছবি: সংগৃহীত

হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না। হাসিনার সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। তবে, যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয়, তাহলে সেটা ভালো। সামনে ড. ইউনূস আরও ভালো কিছু বয়ে আনবেন বলে প্রত্যাশা করি।’

বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনাকে ফেরত আনার মাধ্যমে তার বিচার হতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, তিস্তা নিয়ে কোনো কথা হবে না, কিসের আলোচনা! চুক্তি পূরণ করতে হবে ভারতকে। হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে, সব বাতিল করতে হবে। সীমন্ত হত্যা বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, কচু বাগানে শুকরের উপদ্রব শুরু হয়েছে। জারজ মিল্টন গালি দিয়েছে আব্বাসকে, সেটা সমর্থন দিয়েছে পিনাকী। জঘন্য ভাষায় গালি দেয়া কোনো ভদ্র লোককে মানায় না। তারা যা খুশি তাই করছে। এই পিনাকীরা সবাইকে ধরবে, ড. ইউনূসকেও তারা ধরবে। যারা ভারতকে ভালোবাসে, তারাই বাংলাদেশকে ভালো থাকতে দেবে না। তারা দেশের কোনো সরকারকে কখনোই স্থিতিশীল থাকতে দেবে না।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই। তবে, যে সংস্কার জনগণের স্বার্থের বাইরে থাকবে, তা মেনে নেওয়া হবে না।

বিজ্ঞাপন

জেবি/ এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD