পরীক্ষা-নিরীক্ষার পরই ডানা মেলছে বিমান বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৪ পিএম, ১৬ই জুন ২০২৫

ভারতের আহমেদাবাদের গুজরাটের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা বোয়িং সেভেন এইট সেভেন মডেলের ছয়টি উড়োজাহাজের নিরাপত্তা ও সতর্কতায় নজর বাড়ানো হয়েছে।
উড্ডয়নের আগে একাধিকবার ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পরই ডানা মেলছে ড্রিমলাইনার হিসেবে পরিচিত অত্যাধুনিক প্রযুক্তির উড়োজাহাজটি।
এই দুর্ঘটনার পর বিশ্বব্যাপী প্রশ্ন উঠছে বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরেও যুক্ত আছে বোয়িংয়ের এই মডেলের ছয়টি উড়োজাহাজ; যা আকাশ চলাচলের জগতে ড্রিমলাইনার হিসাবেই বেশি পরিচিত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, ফ্লাইট চালুর আগে একাধিকবার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বোয়িংয়ের ড্রিমলাইনারগুলোর। সেই সঙ্গে প্রকৌশলী ও পাইলটদের বাড়তি সতর্ক থাকারও নির্দেশ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বাংলাদেশে একইভাবে ঢাকা থেকে সিলেট-চট্টগ্রাম হয়ে লন্ডন-দুবাইসহ বিভিন্ন রুটে ফ্লাই করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশি কিছু বোয়িং ৭৮৭ মডেলের এয়ারক্রাফটস। তাই সংযোগ ফ্লাইটগুলোতে বাড়তি রক্ষণাবেক্ষণ ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। রানওয়েতে বার্ড হিট বা পাখির সাথে ধাক্কা এড়াতেও বিশেষ সতর্ক ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরএক্স/