প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৯ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদল।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এনসিপি নেতারা রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এর আগে দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গোলাম রসুল ও শহিদুর রহমান
এনসিপির পর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এসব বৈঠকে আগামী নির্বাচন আয়োজনের প্রক্রিয়া, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এসডি/