দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৫ পিএম, ৩১শে আগস্ট ২০২৫


দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি
ফাইল ছবি।

দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন এমন তথ্যই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা


রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি কার্যালয়ের সামনে গণমাধ্যমকে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।


তিনি জানান, এক বছরের ব্যবধানে দ্বিতীয়বার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এই তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ হাজার ২৩০ জন।


এর আগে, গত ১০ আগস্ট প্রাথমিকভাবে প্রকাশিত তালিকায় প্রায় ৪৬ লাখ নতুন ভোটার যুক্ত হয়। পরবর্তীতে দাবি-আপত্তি যাচাই-বাছাই শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।


আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত


রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী ৩১ অক্টোবর নতুন করে ১৮ বছর বয়সী আরও ভোটার যুক্ত হবে।


এসডি/