Logo

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৫
100Shares
দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি
ছবি: সংগৃহীত

দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন এমন তথ্যই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন এমন তথ্যই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি কার্যালয়ের সামনে গণমাধ্যমকে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

তিনি জানান, এক বছরের ব্যবধানে দ্বিতীয়বার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এই তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ হাজার ২৩০ জন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১০ আগস্ট প্রাথমিকভাবে প্রকাশিত তালিকায় প্রায় ৪৬ লাখ নতুন ভোটার যুক্ত হয়। পরবর্তীতে দাবি-আপত্তি যাচাই-বাছাই শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী ৩১ অক্টোবর নতুন করে ১৮ বছর বয়সী আরও ভোটার যুক্ত হবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD