প্রাণিসম্পদ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবযোগদানকৃত সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরের সাথে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গোলাম রসুল ও শহিদুর রহমান
রবিবার (৩১ আগস্ট) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের যে সমস্যাগুলো রয়েছে। বিশেষকরে, জনবল ও পদোন্নতি বিষয়ক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। তাছাড়া সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণিসম্পদ অধিদপ্তরকে আরও গতিশীল করার চেষ্টা করব।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উদ্যোগের উপর: স্বরাষ্ট্র উপদেষ্টা
মো. আবু সুফিয়ান বলেন, ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের অনেক অর্জন রয়েছে, যা ফোকাস করা হচ্ছে না। প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্জনগুলো মাঠপর্যায়ে ব্যাপক আকারে পৌঁছাতে পারলে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে।’
সভায় স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. বয়জার রহমান।
এসডি/