রোনালদোর সঙ্গে মঞ্চে কাটানো স্মৃতি শেয়ার করলেন বিপাশা বসু


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:০৪ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


রোনালদোর সঙ্গে মঞ্চে কাটানো স্মৃতি শেয়ার করলেন বিপাশা বসু
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন একটি পুরোনো ভিডিও। ভিডিওটি ২০০৭ সালের, যেখানে তাকে ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই মঞ্চে দেখা যায়।


পোস্টে বিপাশা লিখেছেন, “আইকনিক স্টেজ মোমেন্ট, বিপাশা বসু উইথ রোনালদো।”


জানা গেছে, ২০০৭ সালে পর্তুগালের লিসবনে আয়োজিত এক অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে উঠেছিলেন তারা। অনুষ্ঠানের পর আফটার পার্টিতেও রোনালদো ও বিপাশার দেখা হয়। সেই সময়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। অনেকেই দাবি করেছিলেন রোনালদো নাকি বিপাশাকে চুম্বন করেছেন।


আরও পড়ুন: ভিডিও ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন পরীমণি


তবে পরে ‘আপকে আদালত’ অনুষ্ঠানে বিপাশা বিষয়টি পরিষ্কার করে জানান, ছবিটি আসলে ভুল বোঝাবুঝি। শব্দের কারণে রোনালদো তার দিকে ঝুঁকেছিলেন, কিন্তু সেটি চুম্বন ছিল না।


সাম্প্রতিক সময়ে রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বাগদান এবং আংটির ছবি প্রকাশের পর আবারও সেই পুরোনো ছবিটি আলোচনায় এসেছে। তবে বিপাশা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।


আরও পড়ুন: ভাইরাল ছবিটি অভিনেত্রী তিশার নয়: রিউমর স্ক্যানার


বর্তমানে রোনালদো ও জর্জিনা দীর্ঘ ৮ বছরের সম্পর্ক শেষে আনুষ্ঠানিকভাবে বাগদান করেছেন। তাদের রয়েছে পাঁচ সন্তান- ক্রিস্টিয়ানো জুনিয়র, জমজ ইভা-মাতেও, আলানা এবং বেলা।


এএস