ভাইরাল ছবিটি অভিনেত্রী তিশার নয়: রিউমর স্ক্যানার


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:২৪ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


ভাইরাল ছবিটি অভিনেত্রী তিশার নয়: রিউমর স্ক্যানার
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়ে। 


ছবিটি মুহূর্তেই ভাইরাল হলেও তা আসলে তিশার প্রকৃত ছবি নয়; বরং সাম্প্রতিক ফটোশুটের একটি ছবিকে সম্পাদনা করে তা ছড়ানো হয়েছে।


আরও পড়ুন: রিয়া মনি এখনও আমার স্ত্রী, অভিকে পেলেই শায়েস্তা করব: হিরো আলম



আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ অনুসন্ধানে জানায়, আলোচিত ছবিটি নকল। তিশার ভেরিফাইড ফেসবুক পেজে গত ৩১ মে প্রকাশিত Zuton’s Snapshoot-এর তোলা ফটোশুটে একই ভঙ্গিমা, চেহারার অভিব্যক্তি, কানের দুল এবং পরিবেশগত মিল পাওয়া যায়। এছাড়াও ফটোশুটে ব্যবহৃত শাড়ির রঙের সঙ্গেও ভাইরাল ছবিটির পোশাকের রঙের মিল রয়েছে।


তিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ওই ফটোশুটের অ্যালবাম পাওয়া গেছে। এসব মিল স্পষ্ট করে প্রমাণ করে যে ভাইরাল ছবিটি ডিজিটালভাবে সম্পাদিত।


আরও পড়ুন: গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর ৬৪তম জন্মদিনে বিশেষ আয়োজন


অতএব, নুসরাত ইমরোজ তিশার নামে ছড়ানো ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর।


এএস