দেশের বেশিরভাগ পুরুষ যৌন হতাশায় ভুগছে: মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৩১ পিএম, ১৭ই আগস্ট ২০২৫

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি দুটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন। ছবিগুলোতে তাকে দেখা যায় চোখে চশমা ও হাতে কলম নিয়ে বসা অবস্থায়। কিন্তু এই সাধারণ ছবিগুলো নিয়েই অনেকেই নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ আবার তাকে মার্কিন পর্নতারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি।
এক সাক্ষাৎকারে এ বিষয়ে মাহি বলেন, “দেশের বেশির ভাগ পুরুষই যৌন হতাশাগ্রস্ত। তাই তারা রিডিং গ্লাস পরে আমার ছবিকে ভিন্নভাবে দেখছে। সুস্থ মানসিকতার মানুষ এভাবে ভাবতে পারে না।”
আরও পড়ুন: দেব-শুভশ্রীর ‘ধূমকেতু দুই দিনেই আয়ের সব রেকর্ড ভেঙে দিল’
তিনি আরও বলেন, “আমি জানি না এই ধারণা কোথা থেকে আসে। একজন শিল্পী বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে পারে। কিন্তু অশ্লীল বা বোকামি মন্তব্য মানা যায় না। আগেও আমার বর্ণ ও পোশাক নিয়ে সমালোচনা হয়েছে। এবার শুধু একটি চশমা নিয়েই নেতিবাচক প্রতিক্রিয়া।”
মাহি মন্তব্য করেন, মিয়া খলিফার সঙ্গে তুলনা করা একেবারেই অযৌক্তিক। তিনি ভিন্ন দেশে থাকেন, ভিন্ন জীবনযাপন করেন। এসব তুলনায় বাংলাদেশের শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
আরও পড়ুন: রোনালদোর সঙ্গে মঞ্চে কাটানো স্মৃতি শেয়ার করলেন বিপাশা বসু
তারকাদের ব্যক্তিগত জীবন ও কাজ নিয়ে সবসময় আলোচনা-সমালোচনা হয়, উল্লেখ করে মাহি বলেন, অনেক সময় বিষয়গুলো অবচেতন মনে উপেক্ষা করার চেষ্টা করি। কিন্তু কিছু না কিছু থেকে যায়। এমনকি ভিন্ন হেয়ারস্টাইল নিয়ে পুরস্কার অনুষ্ঠানে গেলেও বিতর্কের মুখে পড়তে হয়।
প্রসঙ্গত, সম্প্রতি ভাইরাল হওয়া মাহির ছবিগুলো তার নতুন নাটক ‘সুইট কলিগ’-এর। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ এবং এর শুটিং শেষ করেছেন কয়েকদিন আগে।
এএস