ভারতের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৫১ পিএম, ২১শে আগস্ট ২০২৫


ভারতের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান
ছবি: সংগৃহীত

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভারতীয় বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না।


বৃহস্পতিবার (২১ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি গত বুধবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত ঘোষণা করেছে।


আরও পড়ুন: আন্দোলনের মধ্যেও উপ-নির্বাচনে অংশ নিচ্ছে ইমরান খানের পিটিআই


বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন বা ভাড়া করা সব ধরনের সামরিক ও বেসামরিক বিমানের জন্য প্রযোজ্য হবে।


উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর জের ধরেই ২৩ এপ্রিল পাকিস্তান ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।


আরও পড়ুন: ৮ মামলায় জামিন পেলেন ইমরান খান


এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি বিমানের জন্য আকাশপথ ব্যবহার বন্ধ করে দেয়। পরে কয়েক দফায় এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ থাকবে।


এএস