ইসিতে ব্যাংক হিসাব নম্বর জমা দেয়নি জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ২১শে আগস্ট ২০২৫

রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত অনুযায়ী ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের নাম নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে হয়। তবে জামায়াতে ইসলামী এখনো সে তথ্য জমা দেয়নি।
গত ৩১ জুলাই জামায়াতের একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে ২০২৪ পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। ওই প্রতিবেদনে দেখা গেছে, অভ্যুত্থানের বছরে দলটির আয়-ব্যয় সব দলের চেয়ে বেশি।
আরও পড়ুন: শিল্পী-মিডিয়া কর্মীরা অনুভূতি বিসর্জন দিয়েছেন: রিজভী
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, জামায়াত সম্প্রতি যে নিরীক্ষা প্রতিবেদন জমা দিয়েছে, তাতে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর উল্লেখ নেই। নিবন্ধন শর্ত অনুযায়ী রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট থাকা এবং নম্বর দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে বিষয়টি কমিশনে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি দলের অর্থ বিভাগ দেখভাল করেছে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর না থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে। বৃহস্পতিবার বিকালে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বৈঠক হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, প্রবাসীদের সঙ্গে হবে মতবিনিময়
জামায়াতের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে তাদের আয় হয়েছে ২৮ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা, আর ব্যয় হয়েছে ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। এর মধ্যে কর্মীদের চাঁদা থেকে আয় এসেছে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা, আর বেতন-ভাতা বাবদ খরচ হয়েছে সাড়ে ৬ কোটি টাকা। দলটির আয় বিএনপির প্রায় দ্বিগুণ এবং জাতীয় পার্টির ১১ গুণ বেশি।
এএস