Logo

রুমিন ফারহানার বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের দাবি এনসিপির

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৫, ০৬:১৫
62Shares
রুমিন ফারহানার বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের দাবি এনসিপির
ছবি: সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অভিযোগে তার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) ইসি সচিব বরাবর এই অভিযোগপত্র দাখিল করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। তিনি দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে আপত্তি জানানোকে কেন্দ্র করে রুমিন ফারহানার অনুসারীরা তাকে হুমকি-ধমকি দেয় এবং পরে ইসির শুনানিতে শারীরিকভাবে হামলা চালায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আতাউল্লাহ অভিযোগপত্রে উল্লেখ করেন, প্রধান নির্বাচন কমিশনারসহ উপস্থিত কমিশনারদের সামনেই এনসিপি নেতাদের ওপর হামলা চালানো হয়। তার ভাষ্য অনুযায়ী, এই ঘটনা দেশের নির্বাচনী ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। তিনি আরও দাবি করেন, এর মাধ্যমে বর্তমান কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি নির্বাচন কমিশনের কাছে রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ইসিকে জনগণের আস্থা অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে এ ঘটনার বিষয়ে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, এনসিপির লোকজন আগে তাকে ধাক্কা দিয়েছে, ফলে তার সমর্থকরা আত্মরক্ষার্থে প্রতিক্রিয়া দেখিয়েছে। তিনি জানান, তিনি নারী হওয়ায় এমন পরিস্থিতিতে তার সমর্থকরা চুপ থাকতে পারেনি।

ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD