Logo

জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান নেপালের সেনাবাহিনীর

profile picture
জনবাণী ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৩৮
42Shares
জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান নেপালের সেনাবাহিনীর
ছবি: সংগৃহীত

বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে নেপালি সেনাবাহিনী

বিজ্ঞাপন

টানা বিক্ষোভ-সহিংসতা ও এর জেরে সরকার পতনের পর জাতীয় পরিস্থিতিকে ঘিরে সেনাবাহিনীকে নিয়ে ছড়ানো ভুয়া খবর উপেক্ষা করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে নেপালের সেনাবাহিনী। তারা বলেছে, কেবল সরকারি চ্যানেল থেকেই নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গণমাধ্যমটি বলছে, বর্তমান জাতীয় পরিস্থিতিতে সেনাবাহিনীকে ঘিরে ছড়ানো ভুয়া বা বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে নেপালি সেনাবাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নেপালি সেনাবাহিনীর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, সেনাবাহিনী নিয়মিতভাবে প্রেস বিজ্ঞপ্তি, প্রেস নোট এবং যাচাইকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তাদের অবস্থান ও কার্যক্রম প্রকাশ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাই সঠিক তথ্য জানতে নাগরিকদের এসব সরকারি যোগাযোগমাধ্যমের ওপরই নির্ভর করতে বলা হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, তারা সময়মতো তথ্য দিয়ে যাবে এবং সবাইকে শান্ত থাকা ও যাচাইবাছাই ছাড়াই বার্তা প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানাচ্ছে, যাতে বিভ্রান্তি বা উত্তেজনা না ছড়ায়।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD