Logo

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৩৬
16Shares
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নাহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে তদন্ত-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ২৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছিল, জনস্বার্থে তাকে অবসরে পাঠানো হয়েছে এবং বিধি অনুযায়ী তিনি অবসর-সংক্রান্ত সুবিধা ভোগ করবেন।

নাহিদুল ইসলাম ২০২৩ সালের ১১ জুলাই ডিআইজি পদে পদোন্নতি পান। তখন তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তাকে সিআইডি থেকে সরিয়ে গত ১ সেপ্টেম্বর পুলিশ টেলিকমে সংযুক্ত করা হয়। এছাড়া তিনি এক সময় খুলনা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD