Logo

অবশেষে ধরা পড়ল বাংলাদেশি পর্ন–তারকা দম্পতি

profile picture
জেলা প্রতিনিধি
২০ অক্টোবর, ২০২৫, ১২:০১
63Shares
অবশেষে ধরা পড়ল বাংলাদেশি পর্ন–তারকা দম্পতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বসে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইট পরিচালনার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিজ্ঞাপন

সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি জানান, গ্রেপ্তার দম্পতি নিয়মিতভাবে বিদেশি এক ওয়েবসাইটে অশ্লীল ভিডিও আপলোড করতেন। তাদের তৈরি কনটেন্ট জনপ্রিয় হয়ে উঠায় সংশ্লিষ্ট চ্যানেলটি দ্রুতই বিশ্বের শীর্ষস্থানীয় পর্ন সাইটগুলোর মধ্যে জায়গা করে নেয়।

তদন্তে আরও জানা গেছে, এই দম্পতি বাংলাদেশেই বসে ভিডিও ধারণ, সম্পাদনা ও প্রকাশ করতেন। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ আয় করছিলেন।

বিজ্ঞাপন

সিআইডি কর্মকর্তারা বলেন, তাদের কর্মকাণ্ড দেশের ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২’-এর স্পষ্ট লঙ্ঘন। শুধু নিজেরা অপরাধে যুক্ত থাকাই নয়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদেরও এই কাজে উদ্বুদ্ধ করছিলেন, যার ফলে দেশে বসে পর্ন ভিডিও তৈরি ও প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD