মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর আটিবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক নিশ্চিত করেছেন।
ওসি জানান, কাসেমীর বিরুদ্ধে তার স্ত্রী তামান্না হাতুনের পক্ষ থেকে তার মামি আন্না পারভীন নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেরানীগঞ্জ থানায় মামলা করেছিলেন। মামলাটি তদ্দিনই কার্যকর হয়ে আজ রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ থানার পুলিশ হেফাজতে আছেন।
বিজ্ঞাপন
সূত্রে জানা যায়, কাসেমীর বিরুদ্ধে সম্প্রতি তৃতীয় স্ত্রী পরিচয়ে একটি নারী গুরুতর অভিযোগ তোলেন। ১৬ অক্টোবর বিকেলে ‘তামান্না হাতুন’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিযোগটি প্রকাশিত হয়। এর ভিত্তিতে মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী কাসেমীর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় সাধারণ জনগণ ও সামাজিক মাধ্যমে ব্যাপক নজর কাড়া হয়েছে।








