Logo

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৫:৩৬
মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকানে রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার পর দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোর চক্রের সদস্যরা ৬০০ ভরি রুপা ও ৭০ ভরি স্বর্ণসহ বিপুল মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

বিজ্ঞাপন

মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় অবস্থিত নিউ রানা জুয়েলার্সে ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৩টা ২১ মিনিটে দোকানের শাটার ভেঙে ৭ থেকে ৮ জন চোর দোকানে প্রবেশ করে। তারা হুডি, জ্যাকেট পরেছিল, মুখ ঢেকে রেখেছিল মাস্ক ও মাঙ্কি টুপি দিয়ে।

বিজ্ঞাপন

দোকানের ভেতরে প্রবেশের পর তারা একে একে থাই গ্লাস খুলে স্বর্ণ ও রুপার জুয়েলারি বের করতে থাকে। একটি ফুটেজে দেখা গেছে, একজন চোর ক্যাশবাক্স খোলার সঙ্গে সঙ্গে টাকা ও মূল্যবান জিনিস খুঁজছে। কয়েক মিনিটের মধ্যেই চোর চক্র পুরো লুট শেষ করে পালিয়ে যায়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুরির খবর পেয়ে আমরা পুলিশি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন চোর চক্রকে আইনের আওতায় আনা এবং চোরাই স্বর্ণালংকার উদ্ধার করার জন্য কাজ চলছে।

বিজ্ঞাপন

পুলিশ বলেছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য সিসিটিভি ফুটেজ, এলাকাবাসীর তথ্য এবং আশপাশের নজরদারি ব্যবহার করা হচ্ছে। এছাড়া, চোরদের ধরার জন্য মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় বিশেষ টিম মাঠে কাজ করছে।

বিশ্লেষকরা বলছেন, নগরীর এমন গুরুত্বপূর্ণ এলাকায় রাতের সময়ে নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে, যাতে ভবিষ্যতে লুট বা চুরি প্রতিরোধ করা যায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD