Logo

মনোনয়ন বাণিজ্য করে ফেঁসে গেলেন জাতীয় পার্টির রাঙ্গা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৯:৫৮
মনোনয়ন বাণিজ্য করে ফেঁসে গেলেন জাতীয় পার্টির রাঙ্গা
মশিউর রহমান রাঙ্গা | ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ করে দেওয়ার বিনিময়ে প্রায় দুই কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে জাতীয় পার্টির প্রভাবশালী নেতা মো. মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, মনোনয়ন সংক্রান্ত সুবিধা দিতে গিয়ে তিনি কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের কাছ থেকে মোট ১ কোটি ৭০ লাখ টাকা গ্রহণ করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন নিশ্চিত করেন। একই সঙ্গে অভিযোগে সংশ্লিষ্ট অপর পক্ষ পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধেও মামলা করা হবে।

বিজ্ঞাপন

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোনো ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও রাঙ্গা সাবেক এমপি পনির উদ্দিন আহমেদকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন। এর বিনিময়ে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ধাপে ধাপে ১ কোটি ৭০ লাখ টাকা লেনদেন হয়, যা ঘুষ হিসেবে গ্রহণ করা হয়েছে বলে অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।

অনুসন্ধানে উঠে এসেছে, পনির উদ্দিন আহমেদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে ২০১৮ সালের অক্টোবর মাসে রাঙ্গার নামে একটি ব্যাংক হিসাবে প্রথমে ২০ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে একই বছরের নভেম্বর মাসে বিভিন্ন তারিখে আরও ১ কোটি ৫০ লাখ টাকা জমা দেওয়া হয়। এসব অর্থ বিভিন্নভাবে স্থানান্তর ও লেনদেনের মাধ্যমে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

দুদকের মতে, এই আর্থিক লেনদেন দুর্নীতি ও মানিলন্ডারিং সংক্রান্ত একাধিক আইনের লঙ্ঘন। ফলে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, রাঙ্গার নামে সন্দেহজনক সম্পদের তথ্য পাওয়ায় তার সম্পদ যাচাই-বাছাইয়ের উদ্যোগও নিয়েছে কমিশন। এ লক্ষ্যে দুদক আইনের বিধান অনুযায়ী তার কাছে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

মনোনয়ন বাণিজ্য ও অর্থ লেনদেনের এই অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার হবে বলে জানিয়েছে দুদক।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD