Logo

পিএসসির সেই সাবেক গাড়িচালকের ছেলে গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৮:৫৫
পিএসসির সেই সাবেক গাড়িচালকের ছেলে গ্রেফতার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের করা মামলার পরিপ্রেক্ষিতে সিয়ামকে গ্রেফতার দেখানো হয়েছে।

সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়াম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। এর আগে প্রশ্নফাঁস কাণ্ডে নাম জড়ানোয় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

দুদক সূত্র জানায়, ২০২৫ সালের ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাদের বিরুদ্ধে ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়। ওই মামলার অংশ হিসেবেই সিয়ামকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সোহানুর রহমান সিয়ামকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছিল।

বিজ্ঞাপন

দুদক জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD