Logo

ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১২:৪৬
ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় মোট ৩৯১টি গ্রেফতারি পরোয়ানার তথ্য রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি দল তাদের আটক করে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে একাধিক মামলায় বিপুল সংখ্যক ওয়ারেন্ট জারি রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলাগুলোতে তাদের বিরুদ্ধে প্রায় তিন শতাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পান।

সংশ্লিষ্ট মামলাগুলোর পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD