Logo

মাগুরায় অস্ত্র-গুলিসহ যুবদল নেতা আটক

profile picture
জেলা প্রতিনিধি
৩০ জানুয়ারি, ২০২৬, ১৭:২৯
মাগুরায় অস্ত্র-গুলিসহ যুবদল নেতা আটক
ছবি: সংগৃহীত

মাগুরার শালিখা উপজেলায় আগ্নেয়াস্ত্র, গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে উপজেলার আড়পাড়া গ্রামের মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন—শালিখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট (৪৮) এবং তার ভাই, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নয়নুজ্জামান নয়ন মুন্সী (৪০)। তারা মৃত মুন্সি শহিদুর রহমানের ছেলে বলে জানা গেছে।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি সচল পিস্তল (ফায়ারিং পিনসহ), তিন রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ, একটি ধারালো চায়না চাকু, একটি পুরোনো দেশীয় বড় ছুরি, দুটি গাছি দা, একটি চায়না টিপ চাকু এবং একটি ভিভো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

বিজ্ঞাপন

শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ তাদের আটক করেছে। তবে তিনি ঘটনাটিকে সন্দেহজনক উল্লেখ করে বলেন, এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত কারণ থাকতে পারে।

উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তালিকাভুক্ত করে জব্দ করা হয়। অভিযানের সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে আটক দুজনকে শালিখা থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD