আজমতের চেয়ে ১০ হাজার ভোটে এগিয়ে জায়েদা খাতুন

আজমত উল্লা খান পেয়েছেন ৪৪,৯৯৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৫৪,৩৮৬ ভোট
বিজ্ঞাপন
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাপ্ত ৪৮০টি কেন্দ্রের মধ্যে ১০৬ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ টি কেন্দ্রের ফলাফল হাতে পাওয়া গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কেন্দ্রগুলোতে নৌকা প্রতীকে আজমত উল্লা খান পেয়েছেন ৪৪,৯৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৫৪,৩৮৬ ভোট।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে টানা ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ ভোট হয়েছে। এখন চলছে ভোট গণনা।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/