অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

পুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।
বিজ্ঞাপন
সরকার পতনে এবার সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বলেছেন, “আজ (বুধবার) থেকে অসহযোগ আন্দোলন শুরু। এর অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালন করবেন না।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা বুধবার
বিজ্ঞাপন
রিজভী আরো বলেন, “বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় দেওয়া স্থগিত রাখুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না সেটিও ভাবুন। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মীরা আজ থেকে আদালতে মামলার হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।”
জেবি/এসবি