জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এক বার্তায় এনসিপি জানিয়েছে, রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দলের বাংলামোটর অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায়ও জরুরি সংবাদ সম্মেলন ডেকে কথা বলেন আসিফ মাহমুদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, “নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন, যা নির্বাচনী পরিবেশের জন্য চরমভাবে উদ্বেগজনক।”
তিনি আরও বলেন, যারা আগে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার পাঁয়তারা করছে। আমরা কোনোভাবেই এসব দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।
আরও পড়ুন: মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
বিজ্ঞাপন
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকের কেউ নির্বাচন করার সুযোগ পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন এনসিপির এ নেতা।








