Logo

ইসির কাছে আস্থা আছে বলে নির্বাচনে যাচ্ছি: জি এম কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৩, ০২:২৪
71Shares
ইসির কাছে আস্থা আছে বলে নির্বাচনে যাচ্ছি: জি এম কাদের
ছবি: সংগৃহীত

সকালে রংপুর নগরীর পার্টি অফিসে সাংবাদিক ও কর্মীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, “রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার কারণে আমি এতদিন ঢাকায় কথা বলিনি। আজ মায়ের কোলে বসে কথা বলছি।”

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর পার্টি অফিসে সাংবাদিক ও কর্মীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

জি এম কাদের আরও বলেন, “তফসিল ঘোষণার পর বিরোধীদের আন্দোলন যখন ধীরে ধীরে স্থিমিত হয়ে যাচ্ছিল এবং জনগণ নির্বাচনমুখী হচ্ছিল তখন জাতীয় পার্টি নির্বাচনে এসেছে। এ ছাড়া এই নির্বাচন কমিশনের কাছে আস্থা আছে বলে আমার নির্বাচনে যাচ্ছি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “নির্বাচনে না আসলে জাতীয় পার্টি বিভক্ত হয়ে যেতে পারে। আর যখন দেখছি, সরকার যেকোনো মূল্যে নির্বাচন করবে সেই অবস্থা বিবেচনা করেই নির্বাচনে অংশ নেওয়া।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “সরকারের সঙ্গে আলোচনা করেই নির্বাচনে এসেছি। তারা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে। যেহেতু এ নির্বাচনে তাদের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই তাই নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি। তবে, কোনো ব্যত্যয় হলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাপা চেয়ারম্যান বলেন, “আওয়ামী লীগ নিজ থেকে প্রার্থী প্রত্যাহার করেছে। আমরা কিন্তু কোনো প্রার্থী প্রত্যাহার করিনি। এটা কোনো সমঝোতা নয়।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD