‘চলমান আন্দোলনের মুষল বৃষ্টিতে ভেসে যাবে সরকার’

জনগণ একতরফা ভোট বর্জন করে সরকারকে না বলে দিয়েছে। চলমান আন্দোলনের মুষল বৃষ্টিতে ভেসে যাবে এই অবৈধ সরকার
বিজ্ঞাপন
চলমান আন্দোলন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “এই আন্দোলন ইতিমধ্যে অনেকাংশে সফল হয়েছে। জনগণ একতরফা ভোট বর্জন করে সরকারকে না বলে দিয়েছে। চলমান আন্দোলনের মুষল বৃষ্টিতে ভেসে যাবে এই অবৈধ সরকার।”
রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চ আয়োজিত এক গণইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গয়েশ্বর বলেন, “গণতন্ত্র, অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে একাত্তরে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। স্বাধীনতার বায়ান্ন বছর পর আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানিদের চেয়েও ভয়ানক কর্তৃত্ববাদী শাসক এই আওয়ামী লীগ।”
বিজ্ঞাপন
সরকার দলের অনুসারীদের দেশপ্রেম নেই উল্লেখ করে তিনি বলেন, “মানুষের প্রতি তাদের মায়ামমতা থাকলে তারা দেশের অর্থনীতিকে এভাবে ধ্বংস করতে পারতো না।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








