Logo

নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ. লীগকে আমন্ত্রণ বিজেপির

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৪, ০২:৫৫
116Shares
নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ. লীগকে আমন্ত্রণ বিজেপির
ছবি: সংগৃহীত

আমন্ত্রণপত্রে তারা দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করেছে।

বিজ্ঞাপন

ভারতের বিভিন্ন প্রদেশে ৭টি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।। ক্ষমতাসীন বিজেপি এ নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে এ কমাত্র দল হিসেবে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে তারা।

ভারতের ক্ষমতাসীন বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে তারা দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আ. লীগের প্রতিনিধি হিসেবে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ড. সেলিম মাহমুদকে আ.লীগ সভাপতি ভারত সফরের জন্য মনোনীত করেছেন বলে জানা গেছে।

ড. সেলিম মাহমুদের সফরটি হবে মূলত পাঁচ দিনের। আগামী ১ মে থেকে ৫ মে পর্যন্ত ভারত সফর করবেন তিনি। এ সফরে আ. লীগ প্রতিনিধির সাথে বিজেপির সিনিয়র নেতৃবৃন্দের বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, দিল্লির বাইরে সরেজমিনে বিজেপির নির্বাচনী প্রচারণা দেখাতে বিজেপি আওয়ামী লীগের প্রতিনিধিকে ছত্রিশগড়ে নিয়ে যাবেন।

প্রসঙ্গত, গেল ১৯ এপ্রিল ভারতের সাধারণ নির্বাচন শুরু হয়েছে, যা চলবে আগামী ১ জুন পর্যন্ত। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD