প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব ধরনের খবর আছে
বিজ্ঞাপন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা দুর্নীতি করেছে, তাদের সবার তথ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে। দুর্নীতিবাজরা সবাই বিচারের আওতায় আসছে।
শুক্রবার (৩১ মে) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদকর্মীদের এ কথা জানান তিনি।
বিজ্ঞাপন
সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি যে কেউ করে বসতে পারে। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কিন্তু সে বিষয়ে দেশের সরকার নির্বিকার কিনা এটাই দেখার বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব ধরনের খবর আছে।
বিজ্ঞাপন
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে হাওয়া ভবনের নির্দেশে সারাদেশের দুর্নীতি চলতো। তারা কি তাদের লুটপাটের আমলে কাউকে শাস্তি দিয়েছে?
বিজ্ঞাপন
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছে। ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি তারা এক প্রহসনমূলক নির্বাচন করেছে। আর আমরা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে সব নির্বাচন করেছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থা বিএনপি তামাশায় পরিণত করেছে, তাদের মুখে গণতন্ত্রের বুলি আর ভূতের মুখে রাম নাম একই কথা।
বিজ্ঞাপন
এমএল/








