Logo

সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৩
44Shares
সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

তারা হায়েনার মতো লুকিয়ে আছে, যেকোনো সময় আক্রমণ করতে পারে।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ১৬ বছর যেভাবে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম হয়েছে, এখন সেইভাবেই ঐক্যবদ্ধ থাকাতে হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মিনারে গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের বীর শহীদদের স্মরণে বিএনপির আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, “অন্তর্বতীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা লেভেল প্লেয়িং ফিল্ড। নিরপক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়।”

বিজ্ঞাপন

আন্দোলনে যারা হতাহত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ এবং ভাতা দেওয়ার দাবি তুলেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, “বিষয়টি নিয়ে সরকারকে জোরালোভাবে বলতে হবে।”

বিজ্ঞাপন

বিরোধী দলগুলোর ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “তারা হায়েনার মতো লুকিয়ে আছে, যেকোনো সময় আক্রমণ করতে পারে। তাদের প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা দরকার।”

বিজ্ঞাপন

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিনি আরও বলেন, “কোনোভাবেই চক্রান্তের শিকার হওয়া যাবে না। তাই সবাইকে গণতন্ত্র এবং জনগণের পক্ষে থাকতে হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD