প্রেসক্লাবের সামনে আ. লীগ সমর্থকদের মারধর

এ সময় আওয়ামী লীগের এক কর্মীকে বিএনপি সমর্থিত ৪-৫ জন বেধড়ক মারধর করে।
বিজ্ঞাপন
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর ১২টার দিকে ১০-১৫ জন আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে আসেন। বিষয়টি জানার পর বিএনপির ৫০-৬০ নেতাকর্মীরা এসে তাদের ধাওয়া দেয়। এ সময় আওয়ামী লীগের এক কর্মীকে বিএনপি সমর্থিত ৪-৫ জন বেধড়ক মারধর করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৩ দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে আ. লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে আওয়ামী লীগ নেতাদের মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর, পালাইতেছে।’
জেবি/এসবি








