Logo

‘শেখ হাসিনা চট করে ঢুকবেন, ফট করে জেলে যাবেন’

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ০৭:০০
48Shares
‘শেখ হাসিনা চট করে ঢুকবেন, ফট করে জেলে যাবেন’
ছবি: সংগৃহীত

মরা বলতে চাই বাঙালীর কণ্ঠরোধ করা যায়, দমিয়ে রাখা যায় না। শুধু প্রয়োজন হলো জেগে ওঠার

বিজ্ঞাপন

শেখ হাসিনা চট করে দেশে ঢুকবেন, ফট করে জেলে যাবেন বলে মন্তব্য করে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন,  “শেখ হাসিনা পালায় না।” শেখ হাসিনা মাথা নিচু করে পালিয়ে গেছেন।’

শনিবার (২৬ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ড. আহমদ আবদুল কাদের বলেন, “বিগত সময়ে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। গ্রেপ্তার, হয়রানি, গুম সব করা হয়েছে। ১৬ বছরে অত্যাচারের ১৬ কলা পূর্ণ হওয়ার পর শেখ হাসিনা আর সময় পায়নি। তাকে পালাতে হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধে আমার-আপনার ভাই মারা গেছে। শেখ হাসিনার পরিবারের কেউ মারা যায়নি। শেখ হাসিনার বাবা স্বাধীনতার ঘোষক নন কিংবা স্বাধীনতা সংগ্রামীও নন। স্বাধীনতা যুদ্ধের সময় তার বাবা পাকিস্তানে বন্দি ছিল।”

বিজ্ঞাপন

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, “ইসলামী দলগুলোর ঐক্যের বিকল্প নেই। একেকটি আসনে ইসলামী দলের প্রার্থী দিতে হবে। যে স্বপ্ন বাঁচার, যে স্বপ্ন এগিয়ে যাওয়ার সেটা নস্যাৎ করতে দেওয়া যাবে না। আমরা প্রভাবমুক্ত রাষ্ট্র চাই। আমরা বলতে চাই বাঙালীর কণ্ঠরোধ করা যায়, দমিয়ে রাখা যায় না। শুধু প্রয়োজন হলো জেগে ওঠার।”

বিজ্ঞাপন

এসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সব কাজে সহযোগিতার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি হাফেজ মুহাম্মদ এমদাদ উল্লাহ নিয়াজী কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD