শোক নিয়ে বিমর্ষ মনে বাসায় ফিরলেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাসায় ফিরেছেন গভীর শোকে। সারাদিনের জানাজা, দাফন ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর তাকে অত্যন্ত সংযত ও বিমর্ষ অবস্থায় দেখা যায়।
বিজ্ঞাপন
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তারেক রহমান গুলশান ১৯৬ নম্বর বাসায় প্রবেশ করেন, সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
দিনব্যাপী জিয়া উদ্যান ও আশপাশের এলাকা থমথমে শোকার্ত পরিবেশে ভরে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষ সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। দাফনের সময় উপস্থিত অনেকেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি; কান্না, দোয়া এবং নীরব প্রার্থনার মধ্য দিয়ে শেষ বিদায় সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও অতিরিক্ত ভিড়ের কারণে একাধিক স্থানে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়।
শেষ বিদায়ের মুহূর্তে শোকাহত পরিবেশে তারেক রহমান বাসার পথে রওনা হন। সারাদিনের শোক ও ব্যক্তিগত বেদনায় তাকে গভীরভাবে বিমর্ষ, নিঃশব্দ এবং চিন্তাশীল দেখা যায়।








