নিজ হাতে মাকে কবরে শায়িত করলেন তারেক রহমান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করার সময় আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছে জিয়া উদ্যান। মায়ের কবরস্থানে সবার আগে নেমে নিজ হাতে দাফনকাজে অংশ নেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে সমাহিত করার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় তারেক রহমানকে কবরে নামতে দেখা যায়। দাফন শেষে প্রায় সাড়ে ৪টার দিকে তিনি কবর থেকে উঠে আসেন।
আরও পড়ুন: জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
মাকে কবরে শায়িত করার পর সবার আগে কবরের মাটিও দেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে তিন বাহিনীর প্রধান ও বিএনপির শীর্ষ নেতারা কবরের মাটি দেন।
বিজ্ঞাপন
দাফনস্থলের কিছুটা দূরে অবস্থান করছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের নারী সদস্যরা। দোয়া শেষে একটি পাত্রে রাখা মাটিতে তারা স্পর্শ করেন।
এর আগে একই দিন দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও সর্বস্তরের মানুষ।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের মধ্য দিয়ে দেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে।








