Logo

জামায়াতের আমির হিসেবে আবারও শপথ নিলেন বুলবুল

profile picture
জনবাণী ডেস্ক
২ নভেম্বর, ২০২৪, ০৪:২৮
83Shares
জামায়াতের আমির হিসেবে আবারও শপথ নিলেন বুলবুল
ছবি: সংগৃহীত

পুনরায় একই পদে নির্বাচিত হয়েছেন তিনি

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত আমির হিসেবে শপথ নিয়েছেন নুরুল ইসলাম বুলবুল। পুনরায় একই পদে নির্বাচিত হয়েছেন তিনি।

শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বুলবুলকে শপথ বাক্য পাঠ করান দলটির কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় দায়িত্ব পালনে রুকন সদস্যদের দোয়া ও সহযোগিতা কামনা করে নুরুল ইসলাম বুলবুল বলেন, একজন আমিরের পক্ষে এককভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করা কখনোই সহজ ও সম্ভব নয়। এইজন্য রুকন সদস্যদের শ্রম, ঘাম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD